হাটহাজারী টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:২১ পূর্বাহ্ণ

বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আবদুল মাবুদ তালুকদারের
পৃষ্ঠপোষকতায় ও আর্ট এর চেয়ারম্যান মামুন চৌধুরীর সার্বিক সহযোগিতায় আয়োজিত হাটহাজারী টি-টেন ক্রিকেট টূর্নামেন্টের ৩য় আসরের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। ফাইনালে চট্টগ্রাম টাইগার্স ক্লাবকে ৬৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ছিপাতলী ক্রিকেট একাদশ। খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাফর আলম সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের পরিচালক মোহাম্মদ আবুল বশর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সালাউদ্দিন আলী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহিবল হক মুহিব, মোহাম্মদ রায়হান রুপু, সিরাজ মেহেদী, জসিম উদ্দীন বাবুল প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মিরসরাইতে সাইকেল রেস
পরবর্তী নিবন্ধঅবসরে অ্যাশলে বার্টি