ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হাটহাজারী ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনকে তৃণমূল পর্যায়ের কমিটি করতে বলা হয়েছিল। তার ধারাবাহিকতায় উত্তর জেলার আওতাধীন হাটহাজারীতে ইউনিট কমিটি গঠন করা হয়। কিন্তু ঘোষিত কমিটিগুলোতে এতদিন যারা আন্দোলন-সংগ্রামে ছিল, মামলা-হামলা ও গ্রেপ্তারে জর্জরিত হয়েছে তারা স্থান পায়নি। তাদের অবমূল্যায়ন করা হয়েছে। তারা অতিদ্রত ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন হাটহাজারী পৌর ছাত্রদল নেতা নিজাম উদ্দিন চৌধুরী। হাটহাজারী কলেজ ছাত্রদল নেতা জিয়াউদ্দিন মিজানের পরিচালনায় এতে বক্তব্য দেন বায়েজিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব সোলাইমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল, মো. ইলিয়াছ আলী, উপজেলা যুবদলের সেক্রেটারি সাহেদুল আজম, মিনহাজ মাসুম বাবু, মো. নাজিম উদ্দিন, জিয়াউদ্দিন বাবলু, নিজাম উদ্দিন তুহিন, মো. কোরবান, মো. মামুন, রিপন নাথ, মো. নিশাত, জুয়েল দাশ, মো. ওমর ফারুক, মো. কায়েস, মো. রিমন, মো. ইয়াসিন, মো. মাহফুজ, মো. মঞ্জু, মো. গিয়াস উদ্দিন, মো. সাহেদ, মো. আলী, মো. আরিফ, মো. মাসুদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।