হাটহাজারী খেলোয়াড় সমিতির ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত শনিবার হাটহাজারী খেলোয়াড় সমিতির ফুটবল একাডেমির প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। অনূর্ধ্ব ১৫ বছর বয়সী খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করছে। হাটহাজারী উপজেলা ফুটবল লিগ ও মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আয়োজনে এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবল প্রশিক্ষক ও সাবেক জাতীয় ফুটবলার মাসুদ পারভেজ কায়ছার। প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার মো. ইমতিয়াজ উদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে এম এ ছালামের সঞ্চলনায় এবং সেলিম চৌধুরী মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবু সরওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, জাতীয় ফুটবলার মো. আনোয়ার, ফুটবলার মোশারফ, নীলু কুমার দাশ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে মুজিববর্ষ প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধইমার্জিং টাইগার এবং আয়ারল্যান্ড ওলভসের দ্বিতীয় ওয়ানডে আজ