হাটহাজারী খেলোয়াড় সমিতির উদ্যোগে ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬ টায় হাটহাজারী খেলোয়াড় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার ডা. মো. আবু তৈয়ব, হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ চৌধুরী। সভায় সভাপতিত্ব করবেন হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সেলিম চৌধুরী মানিক।