হাটহাজারী ও সাতকানিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

তুলে নেওয়ার ৬০ ঘণ্টা পর হেফাজত নেতা হাফেজ আবদুল মাবুদের (৩৫) সন্ধান মিলেছে। হাটহাজারী বাজারের বাস স্ট্যান্ড এলাকার কলাবাগানস্থ পাওয়ার নেট ও শাফায়েত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এবং হাটহাজারী উলামা পরিষদের সহপ্রচার সম্পাদক হাফেজ আবদুল মাবুদকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা গত শনিবার রাতে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার ডিবি পুলিশ কার্যালয়ে তার খোঁজ পাওয়া গেছে।

চট্টগ্রাম উত্তর বিভাগ ডিবি পুলিশের এডিসি গতকাল রাতে বলেছেন, পুলিশ প্রশাসনের একটি বিশেষ শাখা হাটহাজারী এবং সাতকানিয়া থেকে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে আইন প্রয়োগকারী সংস্থার লোক পরিচয়ে সাদা পোশাকে এসে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পজারী তালুকদার বাড়ির মৃত আব্দুস সালামের পুত্র হাফেজ আবদুল মাবুদকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিজ বাসা থেকে নিয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তার খোঁজ পাচ্ছিলেন না। পরে তার সন্ধান চেয়ে সোমবার রাতে হাটহাজারী সদরের একটি কনফারেন্স হলে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা, হাটহাজারী উলামা পরিষদ ও পরিবারবর্গের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। তার একদিন পর গতকাল ডিবি পুলিশ জানিয়েছে, আবদুল মাবুদ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। নগরীর মনসুরাবাদ ডিবি পুলিশ কার্যালয়ে তার পরিবারকে যাওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে গতকাল হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া হাফেজ আবদুল মাবুদ জঙ্গি নন।

হাটহাজারী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) নুরুল আলম গণমাধ্যমকে জানান, হেফাজত ইসলামের কোনো নেতার নিখোঁজের বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ কিংবা জিডি করেননি। তবে গত সোমবার রাতে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগরমে অতিষ্ঠ মানুষ
পরবর্তী নিবন্ধথানা হাজতে হারপিক খেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা