হাটহাজারী পৌরসদরের সেবামূলক সংগঠন জাগৃতির উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসকের ২৩ লাখ ফলজ গাছের চারা রোপন ও বিতরণের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি গতকাল সংগঠনের সভাপতি ইফতেকার উদ্দীন মোঃ আলমগীরের সভাপতিত্বে জাগৃতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলল। সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আবুল কালাম বাছিকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক আহবায়ক ফিরোজ মন্টু, সাবেক সভাপতি মোঃ লোকমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মুন্না, সাবেক সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক মোহাম্মদ ওসমান, মোঃ সেলিম, নাছির হেজাজি, ইসমাইল জসিম, ওসমান গণি, তাজউদ্দীন কোখন, খেলোয়াড় সমিতির সভাপতি মোঃ সোহেল রানা, অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক মোঃ নাজিম উদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ রায়হান, আরফানুল হক বাদল, মোঃ সালাউদ্দিন, সাকিব হোসেন, মোঃ হানিফ প্রমুখ।
লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ার আমিরাবাদে আল কবির ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ উপলক্ষে ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির ইমন। লোহাগাড়া থানার এসআই প্রদীপ কুমার দত্ত প্রধান অতিথি ও লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কাইছার হামিদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুর রহমান সাকিব ও মাষ্টার সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিরাবাদ নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নজির আহমদ, সমাজসেবক গোলাম সোহহান, কবি সোলতান মাহমুদ, ব্যবসায়ী আবদুল জলিল, হারুনুর রশিদ ও আরফাত হোসেন। আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।