হাটহাজারী ও চন্দনাইশ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে দুটি যাত্রীবাহী বাস। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া সাতকানিয়ায় একটি ট্রাক উল্টে পড়ে ব্যাটারিরিকশায় ধাক্কা দিলে ৪ জন আহত হন এবং ট্রাকের নিচে পড়ে পুড়ে যায় একটি মোটরসাইকেল।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে ১১ মাইল নামক এলাকায় হাটহাজারী–অক্সিজেন সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী বাস। জানা যায়, নগরীর অক্সিজেন বাস স্টেশন থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা শাহজালাল নামে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের অন্তত বিশ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সমারন্দন নাথ (৭০), নুর জাহান (৫৫), জাহানারা বেগম (৬০), রাকিব (১৬) এবং অজ্ঞাত এক যাত্রীসহ মোট পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত কয়েকজনকে নিকটতম বেসরকারি হাসপাতাল ও ফার্মেসিতে চিকিৎসা প্রদান করা হয়েছে।
রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুল্লাহ হাওলাদার আসাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে জানানো সম্ভব হবে। বাসটি জব্দ করে এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, গতকাল রোববার ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরগুনি ব্রিজের (মাজার পয়েন্ট সেতু) উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উঠে যায় ব্রিজের ডিভাইডারে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, কক্সবাজারমুখী বেঙ্গল পরিবহনের বাসটি ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
সাতকানিয়া : সাতকানিয়া প্রতিনিধি জানান, দ্রুতগতির একটি সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। একই ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আগুন ধরে একটি মোটরসাইকেলও পুড়ে ছাই হয়ে যায়। গতকাল সকাল ১০টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বিওসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ১০টার সময় কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই দ্রুতগতির ট্রাক বিওসির মোড় এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ট্রাকের স্কেলেটর ভেঙে গেলে ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকটির তেলের ট্যাঙ্ক ও সামনের চাকা খুলে যায়। ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই অপর একটি ট্রাক ও দোহাজারীমুখী যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের তেলের ট্যাঙ্কের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আগুন ধরে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী প্রাণে রক্ষা পায়। আহতরা হলেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক গয়া দাশ (৩৫), যাত্রী রুবি আকতার (৪০), বেবি আকতার (৩৮), তার শিশু কন্যা আরিহা (৩)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় রিকশাচালক গয়া দাশ ও রুবি আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।