হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ৮ টি নরমাল ডেলিভারি হয়েছে। নব জাতক ও মা উভয়ে সুস্থ আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স সর্বোপরি সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এসব ডেলিভারি সুস্থভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্বক্ষণিক সেবা প্রদানে সচেষ্ট রয়েছে। তিনি দায়িত্বশীলদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।