হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত হাটহাজারী উপজেলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে হাটহাজারী খেলোয়াড় সমিতি। গতকাল ১৯ জুলাই শনিবার ফাইনাল খেলায় হাটহাজারী খেলোয়াড় সমিতি ৩–০ গোলে মির্জাপুর মিতালীকে পরাজিত করে। পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধের ১৭ মিনিটে হাটহাজারী খেলোয়াড় সমিতির খেলোয়ার মিজানুর রহমান সিবলু দূরপাল্লার শটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়(১–০)। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এবং ৬৫ মিনিটে খেলোয়াড় সমিতির পক্ষে ঢাকা আরামবাগের খেলোয়াড় সমর জয়ের পরপর দুই গোলে খেলোয়াড় সমিতি ৩–০ গোলের ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই স্কোর লাইনেই তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন খেলোয়াড় সমিতির মিজানুর রহমান সিবলু, লিগের সেরা খেলোয়াড়ের ট্রফি গ্রহণ করেন মির্জাপুর মিতালীর মোরশেদ এবং লিগের সেরা গোলদাতার ট্রফি গ্রহণ করেন হাটহাজারী খেলোয়াড় সমিতির সিরাজুল ইসলাম রানা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ শাহ– ই–জাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ও বিজিত দলকে রানারআপ ট্রফি প্রদান করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এ বি এম মশিউজ্জামান। উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আছলাম মোরশেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাওসার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. মজিবুল আলম চৌধুরী, আবদুল মন্নান দৌলত, খোরশেদ আলম শিমুল, সামিন রহমান, যুব উন্নয়ন অফিস সহকারী মো. শরিফ হোসেন, সাংবাদিক মোহাম্মদ হোসেন, মো. আবু তালেব, আলাউদ্দীন,হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সেলিম রিয়াজ, সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিক, টিম ম্যানেজার জসিম উদ্দিন বাবুল, মির্জাপুর মিতালী সভাপতি মো. ইসমাইল, আনিসুর রহমান চৌধুরী, সংগঠক মোস্তফা আলম মাসুম, এম এ সালাম ও হোসেন মেহেদী প্রমুখ।