হাটহাজারী উপজেলা ফুটবল লিগ নাজিরহাট একাডেমির জয়লাভ

| রবিবার , ১১ মে, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উপজেলা ফুটবল লিগে জয় পেয়েছে নাজিরহাট ফুটবল একাডেমি। গতকাল শনিবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় নাজিরহাট ফুটবল একাডেমি ১০ গোলে মির্জাপুর ওবায়দুল্লাহ নগর ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ১০ মিনিটের সময় নাজিরহাট ফুটবল একাডেমির মারুফ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ওবায়দুল্লাহ নগর এক গোলে পিছিয়ে থেকে কয়েকটি গোল করার সুযোগ পেলেও নাজিরহাটের রক্ষণভাগের দৃঢ়তায় গোল করতে ব্যর্থ হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় নাজিরহাট ফুটবল একাডেমির গোলদাতা মামুন। তাকে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার প্রদান এবং অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি ২০ হাজার টাকা প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী শরীফ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাডহক কমিটির সদস্য আছলাম মোর্শেদ,খোরশেদ আলম শিমুল,সামিন রহমান,জাগৃতির সাধারণ সম্পাদক মো. সোহেল, খেলোয়াড় সমিতির সভাপতি সেলিম উদ্দিন রিয়াজ, ক্রীড়া সংগঠক মো. এরশাদ, আবুল বশর, ফারুক প্রমুখ। আজ রোববার বিকাল ৩টায় মুখোমুখি হবে হাটহাজারী স্পোর্টস ক্লাব এবং কুয়াইশ স্পায়ার।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আন্তঃইউনিয়ন টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল