হাটহাজারী উপজেলা ফুটবল লিগে মির্জাপুর মিতালীর জয়

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উপজেলা ফুটবল লিগে মির্জাপুর মিতালী জয়লাভ করেছে। হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মির্জাপুর মিতালী ১০ গোলে হাটহাজারী স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। খেলার ২৫ মিনিটের সময় মির্জাপুর মিতালী সংঘের বদলি খেলোয়াড় অপূর্ব বড়ুয়া আরিফের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেয়। হাটহাজারী স্পোর্টস ক্লাব এক গোলে পিছিয়ে থেকে একের পর এক আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও অ্যাডহক কমিটির সদস্য আছলাম মোর্শেদ। এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য মো. আবদুল মন্নান দৌলত,খোরশেদ আলম শিমুল, সামিন রহমান, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মোহাম্মদ শরীফ, আশরাফুল রকি, হাটহাজারী স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ অহিদুল আলম, দলীয় ম্যানেজার মো. হেলাল উদ্দিন, মির্জাপুর মিতালীর আহবায়ক আনিসুর রহমান চৌধুরী, দলীয় ম্যানেজার মজিবুর রহমান চৌধুরী, বিশ্ব রায়, জাগৃতির সভাপতিসম্পাদক মো. ওসমান ও সোহেল রানা, খেলোয়াড় সমিতির সভাপতিসম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন রিয়াজ ও সোহেল সিদ্দিকী, হেলাল উদ্দিন, আবুল বাশার, মো. রাশেদ প্রমুখ। খেলা পরিচালনা করেন রেফারি শিমুল বড়ুয়া, সহকারি রেফারি মুক্তি সাধন বড়ুয়া ও শওকত আলী। আজ রোববার হাটহাজারী ফুটবল একাডেমি এবং আলিফ ফুটবল একাদশ ফতেয়াবাদ পরস্পরের মুখোমুখি হবে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ক্রিকেট ফেস্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধআবদুস সোবহান ফুটবল দল ও শোভনীয়া সেমিফাইনালে