হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষে এক সমন্বয় সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন মুহুরী। কেন্দ্রীয় নির্দেশনা উপস্থাপন করেন পূজা পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ। বক্তব্য রাখেন ওসি মাসুদ আলম, আনসার, পিডিবি ও ফায়ার সার্ভিস কর্মকর্তাবৃন্দ। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অলক মহাজন, উপজেলা সহ সভাপতি বিবেকানন্দ রায়, পার্থ সারথী পাল, বিজয় দত্ত, রণজিত চক্রবর্তী, পাঁচকড়ি শীল, লিটন ভট্ট্রাচার্য, সুজন তালুকদার, জগদীশ রুদ্র, দীপক মজুমদার, জয়তু শীল, নির্মল নাথ, পরিমল নাথ, হারাধন চৌধুরী, কল্যাণ পাল, রাজেশ দেব, সৃজন দাশ, রুদ্র আচার্য, নেপাল নাথ, সৈয়দ মোরশেদুজ্জামান। এ বছর হাটহাজারী ১০৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সভাপতির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, হাটহাজারী উপজেলার পূজার্থীরা খুব ভালো। তিনি প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক গঠন সহ সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন মাস্ক ছাড়া পূজা মন্ডপে প্রবেশ করা যাবে না। বিজয়া দশমীতে কোন শোভাযাত্রা করা যাবে না। কোথাও কোনো সমস্যা দেখা দিলে উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। তিনি স্বাস্থ্যবিধি মেনে পূজা উৎসব পালনের আহ্বান জানান।
সিদ্দিক রেজওয়ানা ফাউন্ডেশনের মতবিনিময়
নগরীর শেখ মুজিব রোডস্থ ভান্ডার মার্কেটে সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১০ আসনের আওতাধীন পূজা কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক। সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান প্রফেসর সৈয়দা আমেনা সিদ্দিকা ডালিয়ার সভাপতিত্বে ডবলমুরিং থানার সভাপতি ডা.দীপক কুমার চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা পিনাকি দাশ,আওয়ামী লীগ উপ-কমিটির সহ সম্পাদক মহিউদ্দিন বাহার,পূজা উদযাপন পরিষদ মহানগরের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, চট্টগ্রাম মহানগর শাখা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক দিলীপ কুমার দাশ। বক্তব্য রাখেন পাহাড়তলী থানা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিঠুন সরকার,ডবলমুরিং থানা পূজা উদযাপন কমিটির সভাপতি তমাল শর্মা চৌধুরী,খুলশী থানা পূজা উদযাপন কমিটির সদস্য শিবু চন্দ্র দাশ,হালিশহর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন দেবনাথ লিখন। সভা শেষে প্রধান অতিথি সৈয়দ মাহমুদুল হক হালিশহর,ডবলমুরিং,পাহাড়তলী, খুলশী থানার আওতাধীন সর্বমোট ৩০টি পূজা মন্ডপের জন্য সম্মানি প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন, সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মোঃ নুরুল আফছার, মো.সাগীর আহমেদ, রেজাউল করিম রিটন, মো.সাইফুল করিম, মো.আজিজুর রহমান, আবদুর রকিব,সাঈদ আবদুল্লাহ রকি। প্রেস বিজ্ঞপ্তি।