হাটহাজারী উপজেলা প্রকৌশলীদের বরণ ও বিদায় সংবর্ধনা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রকৌশলীদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ঠিকাদার সমিতির সহসভাপতি আনোয়ার মেহদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম বাসেক ও শামীমা আফরিন মুক্তা।
উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক এস এম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান,নবাগত প্রকৌশলী জয়শ্রী দে, সদ্য বিদায়ী প্রকৌশলী চৌধুরী মো. আসিফ রেজা ও যোগদান কৃত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্‌।
ঠিকাদার সমিতির পক্ষে বক্তব্য রাখেন মো. ইসমাইল, মো. সেকান্দর তুহিন, সৈয়দ নুরুল আলম, শাকের উল্লাহ্‌, চৌধুরী মো. শফিউল্লাহ, আমানউল্লাহ, উদয় সেন, আবদুস সালাম,জসিম উদ্দীন, লুৎফুর রহমান মিন্টু, সুমন, রায়হান, সেলিম সাহেদ,আনোয়ার, মো. ইলিয়াছ ও মো. শাহাজান প্রমুখ।
সভার আগে ঠিকাদার সমিতির পক্ষে নবাগত ও বিদায়ী প্রকৌশলীদেকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিআইউতে বিজনেস স্কুলের ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠানে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ইউসিবির ২০৬তম শাখার যাত্রা শুরু