হাটহাজারী উপজেলা পূজা পরিষদের সভা

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা গত ১৫ মার্চ পৌরসদরস্থ সীতাকালী মায়ের মন্দিরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার অশোক কুমার নাথ। পরিষদের সদস্য সচিব উজ্জ্বল দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বাবলু দাশ, মাস্টার বিজয় দত্ত, নয়ন চৌধুরী, টিটু শীল, সদস্য সুভাষ নাথ, রাজীব সরকার, শিমুল নাথ, রিপন নাথ, ইমন আচার্য প্রমুখ। সভায় বক্তারা হাটহাজারীতে আসন্ন বাসন্তী পূজা উদযাপন ও মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে মন্দাকিনী স্নান উপলক্ষে ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় আসন্ন পূজা উদযাপনের জন্য স্বেচ্ছাসেবকদের একটি দল গঠন এবং মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সভায় পূজা উদযাপনকে সুষ্ঠু ও সুশৃঙ্খল করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেয়ার বিষয়েও আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে লাখ টাকা জরিমানা