হাটহাজারী উপজেলা পর্যায়ে (অনূর্ধ্ব-১৭) শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত হাটহাজারী উপজেলা পর্যায়ে (অনূর্ধ্ব১৭) শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতায় গত ২২ মে উদালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে (ক্রিকেট) ও উত্তরপশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্র ছাত্রীদের (ফুটবল) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল। এতে বিশেষ অতিথি ছিলেন উদালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, ইউনিসেফ বাংলাদেশের চট্টগ্রাম প্রতিনিধি দেবশ্রী সেন, উত্তর পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ চৌধুরী (কালু)। উদালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদালিয়া উচ্চ বিদ্যালয় প্রবাসী পরিষদের মো. আবুল মনছুর চৌধুরী, মো. নুরুল ইসলাম চৌধুরী ননাই, উদালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ সভাপতি শফিউল আকবর মাসুদ, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য মো. নুরুল আবছার তারেক, উদালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন আখতার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভিয়েতনামে জিএম দাবার শীর্ষে বাংলাদেশের ফাহাদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একাডেমি ল্যাবরেটরী স্কুলের জয়