হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মতবিনিময়

| বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত চট্টগ্রাম আন্তঃজিলা (রাঙামাটিখাগড়াছড়িরামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের সাথে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে সমসাময়িক বিষয়ে এক মতবিনিময় সভা হাটহাজারী উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে গত ২৯ জুলাই অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী অপশক্তি দেশ ধ্বংসে নেমেছে। এদের প্রতিহত করতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান, রাউজান হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্তঃজিলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ। বক্তব্য রাখেন কদর আলী মুছা, হোসেন তালুকদার, কে এম মহিউদ্দিন, আবু তালেব বাসেক, মন্নান কোম্পানি, আনোয়ার হোসেন, আবু তৈয়ব, মাইনুদ্দিন মানিক, জহির মিয়া, লোকমান, কাসেম, উল্লাহ বাপ্পী, রমজান আলী, হারুন রশিদ, আকবর আলি, মানিক, আব্দুস সালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে মৎস্য সম্পদ সুরক্ষায় জেলেদের সাথে মতবিনিময়
পরবর্তী নিবন্ধনগরীতে আমাদের আলোকিত সমাজের খাবার বিতরণ