হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির এক সভা গত ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা ও সংস্কার আহবায়ক এ বি এম মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ফুটবল লিগ ২০২৫ এ অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে আগামী ২০ এপ্রিলের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শাহ–ই–জাহান এর নিকট (০১৭১২১৬৭৯৮৯) নিজ নিজ দলের প্যাডে, কর্মকর্তাদের মোবাইল নাম্বার সহ লিখিত আবেদন করতে অনুরোধ করা হয়েছে। ১৭ জন খেলোয়াড়ের মধ্যে ১৩ জন স্থানীয় ও ৪ জন বহিরাগত খেলোয়াড় প্রতিটি দল খেলাতে পারবে। এছাড়া ২য় রাউন্ডে উন্নীত দলগুলোকে পাঁচ হাজার টাকা করে যাতায়াত খরচ দেওয়া হবে। প্রতিটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আছলাম মোরশেদ, মো. মুজিবুর রহমান, খোরশেদ আলম শিমুল, আব্দুল মান্নান দৌলতসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সামিন রহমান প্রমুখ।