কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল প্রকল্পের উদ্বোধন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগ আগামী ২৮শে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা গত ২২ অক্টোবর সংগঠনের কার্যলয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাড. হাদী শফিউল্লাহ, এস. এম মোরশেদুল আলম চৌধুরী, ইকবাল বাহার, মাস্টার মো. আলী, দিল মোহাম্মদ চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, শফিকুল আলম হেলাল, এস এম নোমান, আজম উদ্দিন, মনজুর হোসেন চৌধুরী মাসুদ, দেলোয়ার হোসেন মিন্টু, শ্যামল বড়ুয়া, আলী আবরাহা দুলাল, অ্যাড. মোস্তফা আনোয়ার জিন্টু, মুক্তিযোদ্ধা ইসমাইল, হারুনুর রশিদ, সৈয়দ নুরুল আলম, মুজিবুর রহমান চেয়ারম্যান, মনির হোসেন, ওয়াহিদ চৌধুরী, মোসলেহ উদ্দিন মাসুদ, মনসুর আলম, মাস্টার আলী নাসের, শেখ খোরশেদুজ্জামান, আলী আকবর চাম্বু, মো. ইসমাইল, মুশফিক সাদি, শাকের উল্লাহ, নুরুল আবছার, হারুনুর রশিদ, মনসুর আলম, আবু মো. ফোরকান, জসিম উদ্দিন, এনাম চৌধুরী, গিয়াস উদ্দিন, নাজমুল হুদা মনি, আবু সাইদ চৌধুরী, আকতার হোসেন, সৈয়দ আবদুল বয়ান প্রমুখ। সভায় প্রতিটি ইউনিয়নের উদ্যোগে মিছিল সহকারে হাটহাজারি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে জনসভায় যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।