হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ১৩ মার্চ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তার উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রধান শিক্ষক সুনীল কান্তি দের সভাপতিত্বে ও রিমন কান্তি মুহুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধায়ক পূর্ণব্রতানন্দ মহারাজ।
বক্তব্য রাখেন অধ্যাপক শিপুল কুমার দে, সৌমেন চৌধুরী, কৃষ্ণ বণিক, তৃষা আচার্য্য, লায়ন ডা. রাসেল নন্দী, বিজন বিহারী নাথ, সমর রায় নাথ, রুজী দাশ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।