হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম সরকারহাট বাজারে সড়ক বিভাগের জায়গার অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন।
তিনি আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাদ জুমা বাজারে এসে এই আলটিমেটাম দিয়েছেন। আগামীকাল শনিবার সকাল দশটার মধ্যে অবৈধ দখলদারদের অবৈধ দখল ছেড়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি।
হাটহাজারী-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়ক সম্প্রসারণের জন্য ২০১৯ সালে সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের দুই পাশে সওজ’র জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদের কিছু দিন যেতে না যেতেই এই মহাসড়কের সরকারহাট বাজারসহ ১৪ কিলোমিটার মহাসড়কের দুই পাশ পুনরায় অবৈধভাবে দখল হয়ে যায়।
আগামী ১২ সেপ্টেম্বর রবিবার থেকে সরকারি নির্দেশনা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। সরকারহাট বাজারের উপর দিয়ে স্থানীয় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করবে কিন্তু সরকারহাট বাজারের মহাসড়কের দুই পাশ কার্পেটিং এলাকাসহ এমনভাবে অবৈধ দখল করা হয়েছে যে শিক্ষার্থীসহ জনচলাচলের কোনো জায়গা রাখা হয়নি। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে আগত শিক্ষার্থী ও জনচলাচল সীমাহীন ঝুঁকিপূর্ণভাবে মহাসড়কের উপর দিয়ে করতে হচ্ছে।
আজ শুক্রবার ইউএনও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এসে সরকারহাট বাজারে জনচলাচলের ঝুঁকিপূর্ণ অবস্থা প্রত্যক্ষ করে অবৈধ দখলদারদের তাদের অবৈধ দখল নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য আগামীকাল শনিবার সকাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেন। অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।