হাটহাজারী উপজেলায় আজ রবিবার (২৮ নভেম্বর) ৩য় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কয়েকটি কেন্দ্রে মেম্বার প্রার্থীদের মধ্যে সংর্ঘষের ঘটনার খবর পাওয়া গেছে।
সরেজমিনে পরিদর্শনকালে ভোটার, প্রার্থী নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা যায়, সকালে উপজেলার আওতাধীন ১৩টি ইউনিয়নে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। ভোট শুরুর প্রাক্কালে ভোটারদের উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সাখে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
নির্বাচনের উৎসবমুখর পরিবেশে দেখে স্থানীযদের মনে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। ২নং ধলই ইউপির ১নং ওয়ার্ডের শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৩৬ মিনিটে ৬শ’ ব্যালট পেপার প্রতি বুথে সরবরাহ করেছেন বলে জানান প্রিজাইডিং অফিসার শামসুল আরেফিন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩শ’ ৪৬ বলে উল্লেখ করেন তিনি।
৩নং মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ১১টা ২১ মিনিটে প্রায় ৬শ’ ভোটগ্রহণ করা হয় বলে জানান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৮নং কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২শ’ ২৯ ভোটারের মধ্যে বেলা ১টার দিকে ৪শ’ ২ ভোটগ্রহণ হয়।
এ ইউনিয়নে আওয়াী লীগ দলীয় মুজিবর রহমা একক চেয়ারম্যান পদ প্রার্থী। তাছাড়া ৭, ৮, ৯নং সংরক্ষিত মহিলা আসনে বিবি ফাতেমা শিল্পী একক প্রার্থী।
৫নং নাঙ্গলমোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টা ৫০ মিনিটে ৩ শতাধিক ভোটগ্রহণ করা হয়েছে বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান।
এ ইউপিতে বর্তমান চেয়ারম্যান এবং ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক বাবুল তার ভোটারদের প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীরা কেন্দ্রে আসতে বাধা দিয়েচ্ছেন বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিকট অভিযোগ করেন।
এ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সৈয়দ আনোয়ার ইকবাল কেন্দ্রে কোনো রকমের সমস্যা হয়নি বলে জানান।
৬নং ছিপাতলী ইউনিয়নের গাউছিয়া মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক জসিম উদ্দিন নির্বাচনের পূর্বদিন দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কেন্দ্রের অদূরে বেশ কিছু পটকার আওয়াজ শোনা গেছে বলে উল্লেখ করে ভোটারদের মধ্যে আতংক ছড়াতে কোনো প্রার্থী এ ঘটনা ঘটাতে পারেন বলে জানান৷
নির্বাচন চলাকালে প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময় ১৫ মিনিটের মতো ভোট বন্ধ করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
৯নং গড়দুয়ারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলযোগ দেখা দিলে ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকলে পরিস্থিতি স্বাভাবিক হাওয়ায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয় বলে জানান দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার প্রনব কুমার নাথ।
১০নং উত্তর মাদার্শা ইউনিয়নে নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬নং ওয়ার্ডে ২টা ৪৮ মিনিটে ৫০ ভাগ ভোটগ্রহণ করা হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার বিপ্লব কুমার সেন।
১২নং চিকনদণ্ডী ইউপিতে হাত পাখা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাবেদ আহত হয়েছেন। তাছাড়া ২নং ধলই ইউপিতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
১৩নং দক্ষিণ মাদার্শা ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নুরুল আমিন ও মোা. ইউছুপ উভয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে।
অপরদিকে ১১নং ফতেপুর ইউনিয়নের ৭ ও ৯নং ওয়ার্ডে এক ভোটার সম্ভু চৌধুরী আহত হয়েছেন। মোটরসাইকেল, অফিস ও বসতঘরে হামলার খবর পাওযা গেছে।
১১নং চিকনদণ্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেহেরনেগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর প্রতীকে সিল মারা অবস্থায় কিছু ব্যালট পেপার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চাইলে তিনি বিষযটি অস্বীকার করেন।
মির্জাপুর, ধলই নাঙ্গলমোড়াসহ বেশ কিছু ইউনিয়নের ভোট কেন্দ্রে পর্যাপ্ত জায়গা না থাকায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম বলেন, “১৩টি ইউপিতে কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।”