হাটহাজারীর হাফেজিয়া মাদ্রাসার তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ

হাটহাজারীতে মাদ্রাসায় ছাত্র নির্যাতন

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৮:৪৯ অপরাহ্ণ

হাটহাজারীতে মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নে প্রতিষ্ঠিত হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১০ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে প্রেরিত এক পত্রে এ নির্দেশনা প্রদান করা হয়।
আগামীকাল বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল দশটার মধ্যে উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নে প্রতিষ্ঠিত হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার তালিকা পাঠাতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে তালিকা পাঠানোর জন্য আজ বুধবার থেকে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিব মাদ্রাসার তালিকা সংগ্রহের কাজ করার কথা নিশ্চিত করেছেন গুমানমর্দন ইউপি সচিব আবু তৈয়ব।
তিনি তালিকা তৈরি করে নির্বাহী কর্মকর্তার দপ্তরে পাঠানো হবে বলেও উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় বিএনপি কার্যালয়ের পাশের হোটেল কক্ষে ‘বিস্ফোরণ’
পরবর্তী নিবন্ধনির্বাচনী প্রচারে ‘ধাক্কায়’ আহত মমতা