হাটহাজারীর সেই মরদেহের পরিচয় শনাক্ত

পরিবারের দাবি হত্যা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৯:৪৫ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তার নাম আবদুস সবুর(৭০)। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের মধুরঘোনা ভবানীপুর এলাকার আবদুস মজিদ সারং-এর বাড়ির মৃত আবদুর রাজ্জাকের পুত্র। তিনি বিটিসিএল কর্মচারী।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পশ্চিম সুজানগর নগর এলাকার দরগা টিলা প্রকাশ পুরাতন কবরস্থান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুস সবুরের পুত্র মো. সাইফুল বলেন, “গত শুক্রবার সকালে আমাদের আত্মীয়ের একটি অনুষ্ঠান ছিল। আমার বাবা সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আমার মা ও ভাই-বোন সহ সেই অনুষ্ঠানে গিয়ে আমার বাবাকে না দেখে তাদের সন্দেহ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে জানতে পেরে থানায় গিয়ে তার মরদেহ শনাক্ত করি।”

তিনি বলেন, “আমাদের প্রতিবেশীর সাথে দীর্ঘ দিন ধরে ঝামেলা চলছে। গত ২০২০ সালে করোনাকালীন তাদের এক পাগল প্রকৃতির মেয়েকে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে। পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হলে আমার বাবাকে আদালত জামিন প্রদান করে।”

তিনি আরও বলেন, “আমার বাবা নিখোঁজ হওয়ার পর তাদের চলাফেরা আমাদের কাছে সন্দেহ হয়। তাই আমাদের ধারণা, আমার বাবাকে তারা হত্যা করতে পারে কারণ যে এলাকায় মরদেহ পাওয়া গিয়েছে সেখানে আমার বাবা কখনও যায়নি।”

এ ব্যাপারে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

প্রত্যক্ষদর্শী আল্লাউদ্দীন জানান, পৌরসভার দরগা টিলা এলাকায় সকাল ১০টার দিকে জ্বালানি কাঠ সংগ্রহের সময় তিনি মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে। তবে তখন মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটির পরিচয় পাওয়া গেছে। পরিবার এসে মরদেহটি শনাক্ত করেছে। সুরতহাল করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে মরদেহটি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় মুক্তিপণ দিয়ে উদ্ধার ঘটনার মূল হোতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাঙালির ভাগ্য পরিবর্তনে শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন