হাটহাজারীর লোকালয়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীর চারিয়া বোর্ড স্কুল এলাকা থেকে উদ্ধারকৃত ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি পশ্চিম পাহাড়ের বনে অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজল কাদের চৌধুরী
নেতৃত্বে বন বিভাগের আওতাধীন এলাকায় সাপটি অবমুক্ত করা হয়। বন বিভাগ সূত্র জানায়, সকালে চারিয়া বোর্ড স্কুল এলাকায় একটি অজগর সাপ দেখে স্থানীয় লোকজন বিষয়টি ইউএনও-কে অবহিত করেন। তিনি তাৎক্ষণিক ঘটনাটি বন বিভাগকে জানান। বন বিভাগের কর্তব্যরতরা গিয়ে সাপটি আহত অবস্থায় উদ্ধার করে।
রেঞ্জ কর্মকর্তা ফজল কাদের চৌধুরী বলেন, সাপটির ওজন ১১ কেজি। চিকিৎসা শেষে সাপটিকে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনুরুল মোস্তফা
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে অ্যাডমিশন ফেয়ার শুরু