পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদস্থ ৯নং ওয়ার্ডের মেখল ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজে খতিব হিসাবে খুতবা পেশ ও নামাজের ইমামতি এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মােফাচ্ছিরে কোরআন আল্লামা গাজী মো. শফিউল আলম নেজামী।
এসময় তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এখানে সবাই নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলা যায় সেদিকে আলোকপাত করেন এবং মসজিদসহ আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
জানা যায়, পূর্বেও মেখল ফকিরহাট এলাকায় দ্বিতীয় তলা বিশিষ্ট একটি জামে মসজিদ ছিলো, তবে মসজিদটি বর্তমানের মুসল্লী ধারন ক্ষমতা অনুযায়ী অত্যন্ত অপ্রতুল। এ কারণে এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আর্থিক সহায়তায় মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও এলাকার সকলের আপ্রাণ চেষ্টায় বর্তমানে মসজিদটির নির্মাণ কাজ চলমান আছে।
হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আশরাফ জানান, বর্তমানে মসজিদটির নিচ তলার কাজ সম্পন্ন হলেও এখনো দ্বিতীয় তলা ও ওজু খানার কাজ চলমান রয়েছে।
অপরদিকে উপজেলার দক্ষিণ বুড়িশ্চরেও জুমার নামাজের মাধ্যমে শোর আলী ও আনোয়ারা জামে মসজিদ নামের একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে।
উক্ত মসজিদে জুমার নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলীম রেজভী (মা.জি.আ)। উদ্বোধনকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের মোতোয়াল্লি আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার উদ্দিন।
এ সময়ে মসজিদের খতিব আলহাজ্ব আবুল কাশেম তাহেরি, মসজিদের ইমাম মাওলানা রিয়াজ উদ্দিন বদরী, সহকারী ইমাম মাওলানা শামসুল আলম, সুপ্রভাত বাংলাদেশ এর সিনিয়র সম্পাদক আলহাজ্ব স ম ইব্রাহিম, আলহাজ্ব রফিক মিয়া, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, মো. জালাল উদ্দিন, মোহাম্মদ তারেক, এম লোকমান হাকিম মেম্বার, আলহাজ্ব কবির আহমেদ চৌধুরী, হাজী নুরুল আফসার চৌধুরী, আলহাজ্ব জসীম উদ্দীন, আলহাজ্ব শামীম মহিউদ্দিন চৌধুরী, শিক্ষক আবদুস সাত্তার, রুস্তম পাশা, মো. জসিম উদ্দিন ও আবু বক্করসহ দক্ষিণ বুড়িশ্চর একতা সংঘের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।