হাটহাজারীর মেখলে ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলিবর্ষণ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ৫:১১ অপরাহ্ণ

হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলির্ষণের ঘটনা ঘটেছে।

বুধবার (২০ অগাস্ট) উপজেলার ৮নং মেখল ইউনিয়নের উত্তর মেখলের আবুল কাশেমের বাড়িতে বেলা আনুমানিক এগারটার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, বুধবার বেলা এগারটার দিকে উল্লেখিত এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন অজ্ঞাতনামা যুবক যায়। পরে চারজন বাড়ির বাউন্ডারির ভেতরে প্রবেশ করে বিল্ডিং লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফায়ার করে দ্রুত চলে যায়। এসময় বিল্ডিংটি তালাবদ্ধ ছিল এবং বিল্ডিংয়ে কোন লোকজন ছিলোনা।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে বিল্ডিংয়ের ২য় তলার বারান্দার গ্লাস দুটিতে গুলির চিহ্ন রয়েছে এবং বিল্ডিংয়ের নীচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে জানতে ওই বিল্ডিংয়ের মালিক মো. জাহাঙ্গীর আলমের মুঠোফোনে রিং দিলেও তিনি রিসিভ করেননি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বেলা সাড়ে চারটার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, ঘটনার পর পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে তারা এ ঘটনায় থানায় এসে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবক গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধপুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি টিটু গ্রেপ্তার