হাটহাজারীর ফতেপুর দরবারে গতকাল মঙ্গলবার সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে। ইউনিয়নের সানাউল্লাহ পাড়াস্থ ফতেপুর দরবারের শাহজাদা সৈয়দ ফখরে শামশুল আরেফিনের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সৈয়দ ফখরে শামশুল আরেফিন বলেন, সাড়ে ১১টার দিকে রান্নাঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে রান্নাঘরে রক্ষিত ফ্রিজ, আলমারি ও আসবাবপত্র এবং ইলেকট্রনিক সামগ্রী আগুনে পুড়ে যায়। আগুনের তীব্রতার কারণে কিছুই বের করা সম্ভব হয়নি। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহ্জাহান বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে, ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।