হাটহাজারীর নিম্নাঞ্চলে বন্যার অবনতি

অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি

কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১১:৫১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে কয় দিনের লাগাতার বর্ষণে উপজেলার আওতাধীন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পশ্চিমের পাহাড়ি ঢলের পানি বিভিন্ন খাল ও ছড়া দিয়ে গিয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার কারণে নিম্ন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অঘোষিতভাবে বন্ধ রয়েছে। কুমারী খালের বাঁধ ভেঙে ঢলের পানি লোকজন ঢুকে পড়ে সরকারহাটনাঙ্গলমোড়া সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে।

মিঠা ছড়া, আলাওল ছড়া, সোনাই মনাই, ধলই খাল, বদর খালী, কাটখালী খাল, বোয়ালিয়া খাল, দুবলী ছড়া চারিয়া খাল, মুন্দারী ছড়া, পৌরসভার মরা ছড়া প্রভৃতি খাল ও ছড়ায় ঢলের প্রকোপ বৃদ্ধি পেয়ে পানি লোকালয়ে ঢুকে পড়েছে।

শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম জানান, দক্ষিই কুয়াইশ আতর আলী সড়ক ও কুয়াইশ কলেজ এলাকার হাবিলদার এয়ার মোহাম্মদ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। এই এলাকায় বসতঘর ও বাসা বাড়িতে বন্যার পানি ঢুকে পড়ার উপক্রম হয়েছে। কাজিরখীল সড়কের চারিয়া খালের সেতু ও সড়কের বেশ কিছু অংশ বন্যার পানিতে তলিয়ে গিয়ে জনচলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। নুর মোহাম্মদ সড়কের জাফরাবাদ অংশ পানিতে তলিয়ে গেছে। ফতেয়াবাদমাদার্শা সড়কের সাইন বোর্ড সংলগ্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। গুমানমর্দ্দন মুৎসুদ্দি সড়ক বন্যার পানিতে ডুবে গেছে। লাগাতার বৃষ্টি ও বন্যার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অবৈধ ১২ ভারতীয় গরু আটক
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন