হাটহাজারী উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করছেন মো. শাহিদুল আলম। গতকাল রবিবার তিনি তাঁর দায়িত্ব ভার গ্রহণ করেছেন। এই উপজেলায় যোগদানের পূর্বে তিনি মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। তিনি ৩৩তম বিসিএস প্রশাসনে নিয়োগ প্রাপ্ত হন। শাহিদুল আলম ঢাকাস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (ব্যবস্থাপনা বিভাগ) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে ডেভেলপমেন্ট ফাইনান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।