হাটহাজারীর ধলইয়ে চিকিৎসা ক্যাম্প

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

দেশের প্রত্যন্ত অঞ্চলের দুস্থদের সেবা ও আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের ১ম ভাইস জেলা গভর্নর কোহিনুর কামাল। তিনি সম্প্রতি হাটহাজারীর ধলইতে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ ক্যাম্পের আয়োজন করে লায়ন্স ক্লাব কসমো ভ্যালী ও ডা. সেকান্দর শাহ ফাউন্ডেশন। বিশেষ অতিথি ছিলেন লায়ন মো. ইমতিয়াজ ইসলাম ।

প্রধান বক্তা ছিলেন মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, ডা.কিউএম অহিদুল আলম,লায়ন্স ক্লাব কসমো ভ্যালীর প্রেসিডেন্ট লায়ন টিপু সুলতান চৌধুরী, ডা.এস এম কামাল উদ্দীন, মাহাবুল আলম চৌধুরী, শফিউল আলম তালুকদার, খোরশেদ আলম বুলু, মাহাবুল আলম, কামরুল হাসান, সাংবাদিক আরিচ আহমেদ শাহ, হামিদ হাসান নোমানী। চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, চক্ষু ,চর্মরোগ,ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।চিকিৎসা ক্যাম্পে বাছাই করা রোগীকে উন্নত চিকিৎসা সহায়তা দেবে লায়ন্স ক্লাব ও মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। পরে স্থানীয় মাদরাসা ও মসজিদ সড়কে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন লায়ন কোহিনুর কামাল। প্রেস বিজপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো দুর্যোগে আওয়ামী লীগ জনগণের পাশে থাকে : পেয়ারুল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৩