হাটহাজারীর দুর্গম পাহাড়ি টিলা ভূমি কেটে পুকুর খনন

ড্রেজারের ইঞ্জিন ও পাইপ ধ্বংস

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ৯:৩৮ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার পশ্চিমে ফরহাদাবাদ ও মির্জাপুর ইউনিয়নের সীমানাস্থল ছোট কাঞ্চনপুরের দুর্গম পাহাড়ি টিলা ভূমি কেটে পুকুর খনন করেছে একটি চক্র।
ড্রেজার দিয়ে উক্ত এলাকায় বালু উত্তোলন করে দুই একর আয়তনের পুকুর খনন করা হয়।
আজ রবিবার (৪ অক্টোবর) উপজেলা প্রশাসন গোপন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবহিত হয়ে অভিযান পরিচালনা করে ড্রেজারের ইঞ্জিন ও পাইপ আগুনে ধ্বংস করে।
ইউএনও রুহুল আমিন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট কাঞ্চনপুর এলাকায় একটি চক্র ড্রেজার দিয়ে সরকারি খাস খতিয়ানভুক্ত পাহাড়ি টিলা ভূমিতে পুকুর খনন করার বিষয়টি অবহিত হয়ে আজ রবিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযান করতে গিয়ে গাড়ি থেকে নেমে প্রায় ৪০ মিনিট দুর্গম টিলা ভূমি পায়ে হেটে পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছি। সেখানে দেখতে পাই টিলা ভূমি খনন করে প্রায় দুই একর আয়তনের একটি পুকুর খনন করা হয়েছে। সঙ্গীয় ফোর্স নিয়ে ড্রেজারের ইঞ্জিন ও পাইপ আগুনে ধ্বংস করে দিলেও ঘটনার সাথে জড়িতদের কাউকে পাওয়া যায়নি। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত লোকজনের কাছে চক্রটির পরিচয় জানতে চাইলে তারা কেউ মুখ খুলছে না।”
এ অভিযানে তার একটি নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে ৩৪ মাঝিমাল্লা নিয়ে ফিশিং বোট ডুবি
পরবর্তী নিবন্ধডা. ফয়সালের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তদন্তে দুদক