হাটহাজারীর দুই ওয়ার্ডে উপনির্বাচন সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৪:৫৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর ছিপাতলী ও মেখল ইউনিয়নের দুই ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ছিপাতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপনির্বাচনে সদস্য পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ফুটবল প্রতীকে মো. দিদারুল আলম ১৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদুল আলম আপেল প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট।
অপরদিকে মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে সেলিম উদ্দিন ৬৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল কালাম পেয়েছেন ৫১৬ ভোট। উপজেলা নির্বাচনী দপ্তর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকাৎ হয়ে পড়া ট্রাকের পেছনে ধাক্কা কাভার্ড ভ্যানের
পরবর্তী নিবন্ধপালানোর সময় অস্ত্রসহ ১৬ রোহিঙ্গা গ্রেপ্তার