হাটহাজারীর দুই ওয়ার্ডে উপ-নির্বাচন আজ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ৬নং ছিপাতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন আজ শনিবার ছিপাতলী কাজীরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী দুইজন। মো ফরিদুল আলম (প্রতীক আপেল) ও মো. দিদারুল আলম (প্রতীক ফুটবল)। মোট ভোটার সংখ্যা ৬শ ১৫ জন। পুরুষ ভোটার ২শ ৯৩ জন, মহিলা ভোটার ৩শ ২২ জন। নির্বাচনে একজন প্রিসাইডিং অফিসার, দুইজন সহকারী প্রিসাইডিং অফিসার, চার জন পোলিং অফিসার দায়িত্বপালন করবেন। দুইটি বুথে ভোট গ্রহণ করা হবে। অপরদিকে একই দিনে ৮নং মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে প্রার্থী তিনজন মো. আবুল কালাম (প্রতীক টিউবওয়েল), তসতির আলম (প্রতীক ফুটবল), মো. সেলিম উদ্দীন (বৈদ্যুতিক পাকা)। নগেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১শ ৭৩ জন। এখানে পুরুষ ভোটার ১ হাজার ১শ ৩ জন। মহিলা ভোটার ১ হাজার ৭০ জন। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার একজন সহকারি প্রিসাইডিং অফিসার ৬জন, পোলিং অফিসার ১২জন। ছয়টি বুথে এ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম। তিনি ইতিমধ্যে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপাসগোলা থেকে ‘কিশোর গ্যাং লিডার’ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাঠে আওয়ামী লীগের ৫ সম্ভাব্য প্রার্থী, বিএনপির কেউ নেই