হাটহাজারীর দুই ইউনিয়নে সদস্যপদে উপ-নির্বাচন সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ৮:০৭ অপরাহ্ণ

হাটহাজারীর ৬নং ছিপাতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এবং ৮নং মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন আজ শনিবার (১০ অক্টোবর) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ছিপাতলী ইউনিয়নে সদস্য পদে উপ-নির্বাচনে দুইজন প্রার্থী প্রাতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে মো. দিদারুল আলম (প্রতীক-ফুটবল) ১শ’ ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হযেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদুল আলম (প্রতীক-আপেল) পেয়েছেন ১শ’ ২৬ ভোট।
অপরদিকে মেখল ইউপির ৮নং ওয়ার্ডে সেলিম উদ্দিন (প্রতীক-বৈদ্যুতিক পাখা) ৬শ’ ৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল কালাম পেয়েছেন ৫শ’ ১৬ ভোট।
উপজেলা নির্বাচনী দপ্তর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধপটিয়ায় পুকুরে ডুবে মারা গেছে ২ বছরের শিশু