হাটহাজারীর চৌধুরীহাট অভিযান ১০ মামলায় অর্ধলক্ষ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার বিকালের দিকে উপজেলায় চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট বাজার ও বড়দিঘির পাড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরীর দায়ে দন্ডবিধি আইন ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় চৌধুরীহাট এলাকার মো. জামালকে দশ হাজার টাকা, সাইদুল ইসলামকে পাঁচ হাজার, আবু তাহের সওদাগরকে পাঁচ হাজার, মো. নওশেদকে দশ হাজার, রুবেল পালকে দুই হাজার, জুনায়েদকে পাঁচ হাজার, মাসুদকে পাঁচ হাজার, মো. তানভীরকে তিন হাজার, মো. মনজুর আলমকে দুই হাজারসহ মোট ঊনপঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়। এছাড়া অভিযানে বিভিন্ন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশা ও বাস থামানো এবং যাত্রী উঠানামার স্থান নির্ধারণ করে দিয়ে বিভিন্ন দোকানের সামনের অবৈধ বাড়তি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও থানা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির ১৫তম সভা