হাটহাজারীর ফতেয়াবাদস্থ দাতারাম চৌধুরী সড়কের বাদশা সওদাগরের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চোর দোকান থেকে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও বাজার কমিটিকে অবহিত করা হয়েছে।
স্থানীয় ও বাজার কমিটি সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাতে বাদশা সওদাগর ও তার ছেলে বাচা প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন গতকাল সোমবার সকালে দোকান খুলতে এসে তিনটি তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। পরে দোকানের ভিতরে ঢুকে ক্যাশ বাঙ ভাঙা দেখে চুরির ঘটনা নিশ্চিত হয়। চোর দোকান থেকে নগদ এক লক্ষ দশ হাজার টাকা এবং মূল্যবান দ্রব্যাদি নিয়ে যায়। দোকান লুণ্ঠিত নগদ অর্থ ও মালামালের মূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও বাজার কমিটিকে অবহিত করা হয়েছে। দাতারাম চৌধুরী সড়কের জনবহুল এলাকায় এ ধরনের চুরির ঘটনার স্থানীয় জনমনে আতংক দেখা দিয়েছে। বাজার কমিটির কর্মকর্তা ডা. অশোক কুমার দেব চুরির ঘটনা নিশ্চিত করেছেন।