হাটহাজারীর ০৪ নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের ২০২৩–২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিয়নে এই অর্থ বছরে সর্ব মোট ১ কোটি ৬৪ লক্ষ ৯২ হাজার ৬শ টাকার বাজেট ঘোষণা করা হয়। পরিষদ সচিব মোহাম্মদ আবু তৈয়বের সঞ্চালনায় সমপ্রতি বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।












