দুটি ব্যাংকের ঋণখেলাপি ব্যবসায়ী বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুুলিশ তাকে গত বৃহস্পতিবার রাতে আটক করে। গতকাল শুক্রবার তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন আদালতে তোলা হলে তার বিরুদ্ধে ধার্যকৃত মামলার ধার্যকৃত তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
জানা যায়, জাহাঙ্গীর আলম ন্যাশনাল ব্যাংক হাটহাজারী শাখা হতে তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স কাসেম ট্রেডিং এর অনুকূলে ৬ কোটি টাকার সিসি হাইপো ঋণ সুবিধা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি উক্ত ঋণের টাকা যথাসময়ে পরিশোধ না করায় তার ঋণটি মন্দ ও খারাপ ঋণ হিসেবে পরিগণিত হয়। অতঃপর উক্ত ঋণের টাকা আদায়ের জন্য ব্যাংক তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালত ২০২০ সালের ১ জানুয়ারি মামলা দায়ের করে। এরপর তার বিরুদ্ধে আরও একাধিক মামলা হয়।
বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার আটকের পর জাহাঙ্গীর আলমকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট–৩ আদালতে তোলা হয়। অতঃপর উক্ত আদালত তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোতে ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। একইভাবে তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংক হাটহাজারী শাখার ও একজন ঋণখেলাপি বলে জানা গেছে।












