হাটহাজারীর উত্তর মাদার্শা ইউপির চেয়ারম্যান গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর ১৩ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম সাহেদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালের দিকে চট্টগ্রাম নগরীর ২ নং গেইট এলাকার একটি রেস্তোরা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত চেয়ারম্যান শাহেদুল আলম সাহেদ ওই ইউপির ২ নং ওয়াডস্থ বদিউল আলম হাট এলাকার মনসুর আলী চৌধুরী বাড়ির মোহাম্মদ সোলায়মানের পুত্র।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার করে।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, এখনো পর্যন্ত ওই চেয়ারম্যানের গ্রেফতারের কোনো তথ্য আমাদের হাতে আসেনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় নিখোঁজের তিন দিন পর খামারের পুকুরে মিলল বৃদ্ধের লাশ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক