হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন। এ সময় তারা চলমান পরিস্থিতি ও তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এক আলোচনা সভায় মিলিত হন। বৈঠকে সমন্বয়কদের প্রতিনিধিরা জানান, উদ্ভূত পরিস্থিতিতে তারা জনগণের জানমাল সুরক্ষায় কাজ করছেন। যাতে কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠী ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি করতে না পারে। তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের কোনো উপজেলায় কোনো সমন্বয়কারী নেই, সবাই প্রতিনিধি। কেউ যদি সমন্বয়কারী পরিচয় দেয় সেটা সঠিক নয়। আর ছাত্ররা প্রশাসনের কোনো অফিসার সাথে না রেখে কোথাও কোনো অভিযান বা বাজার তদারকি ইত্যাদি কাজ করতে পারবে না এবং আজ (গতকাল) থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র ছাড়া স্কুলের ছাত্ররা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারবে না। তারা উপজেলা প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানান। এতে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান, হাটহাজারী সরকারি কলেজ অধ্যক্ষ জাহিদ মাহমুদ, হাটহাজারী প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, সংবাদকর্মী ন ম জিয়া, মো. আলী ও বোরহান উদ্দিন। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সিহাব হাসান চৌধুরী, মো. শওকত আকবর, মোহাম্মদ শরীফ হোসেন, নাফিজা সুলতানা অমি, রবিউল হাসান শফি, ওমর ফারুক নয়ন, সুলতানুল আরেফিন, মোহাম্মদ জয়নুল আবেদীন প্রমুখ। সভা শেষে তারা হাটহাজারী মডেল থানায় গিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, ওসি মো. মনিরুজ্জামান সহ পুলিশ কর্মকর্তাদের সাথে সাক্ষাতে মিলিত হন।












