হাটহাজারীর আসামি নগরীতে গ্রেপ্তার

চুরির প্রতিবাদ করায় ছুরিকাঘাত

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:২১ অপরাহ্ণ

হাটহাজারীতে চুরির ঘটনার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করার মামলার প্রধান আসামি মো. সোলাইমানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে র‌্যাব ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে হাটহাজারী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি সোলাইমান হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের রঙ্গিপাড়া এলাকার আবদুল রশিদের পুত্র।

হাটহাজারী থানার উপপরিদর্শক মো. ছানোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাবসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উপপরিদর্শক নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, চুরির ঘটনায় প্রতিবাদ করায় নেওয়াজ নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ২১ আগস্টের ছুরিকাঘাতের ঘটনায় ভিকটিমের ভাই আহমদ শরীফ বাদী হয়ে সোলাইমানসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়।

পূর্ববর্তী নিবন্ধজয়ন্তী বড়ুয়া
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা