হাটহাজারীতে ৭ ফুট লম্বা দাঁড়াশ সাপ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারীর ১১ মাইল বন বিভাগ সাত ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে। গতকাল শনিবার উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট সংলগ্ন এলাকার একটি দোকানের নীচ থেকে সাপটি উদ্ধার করা হয়। বন বিভাগের সূত্র জানায় ফতেপুর ইউনিয়নের একটি দোকানে সাপ দেখে স্থানীয়রা বন বিভাগকে অবহিত করলে বিভাগীয় লোকজন গিয়ে সাপটি উদ্ধার করে।
পরে সাপটি ১১ মাইল এলাকার বন বিভাগের চেক স্টেশনের পুকুরে অবমুক্ত করা হয়। হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান এলাকার একটি অটোপার্টসের দোকান থেকে সাত ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটি বনবিভাগের পুকুরে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপেয়ারুলের সমর্থনে ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সভা
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডকে উড়িয়ে শুরু বাংলাদেশের