হাটহাজারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬২ হাজার ২শ ২৩ জন শিক্ষার্থীর মধ্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ১২ থেকে ১৮ বছর শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান করা হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
গত রবিবার থেকে উপজেলা আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন নিশ্চিত করেছেন। পৌরসভার কাচারী সড়কের নবনির্মিত ট্রমা সেন্টারে টিকাদান কর্মসূিচর উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের উদ্যোগে ১২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে।