এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২৬টি প্রতিষ্ঠানের ৫৩ জন শিক্ষার্থীকে কলেজে ভর্তির সহায়তা হিসেবে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে অনলাইন ভিত্তিক শিক্ষা সহায়তামূলক সংগঠন ‘ হেল্পলাইন ’।
হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে সমপ্রতি এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম। এতে প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, থানার ওসি মো. মনিরুজ্জামান, শিমুল মহাজন, মো. ফিরোজ চৌধুরী। মোহাম্মদ মুসা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন গিয়াস উদ্দিন, তারিকুল কালাম তুহিন, বেলাল হোসেন তালুকদার, মিজানুর রহমান, এ জে নেওয়াজ রুমি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন হিরু। উল্লেখ্য,২০১৫ সালে গড়দুয়ারাস্থ ডক্টর শহিদুল্লাহ একাডেমী থেকে যাত্রা শুরু হয় অনলাইন ভিত্তিক শিক্ষা সহায়তামূলক এই সংগঠন হেল্পলাইন। যাত্রার পর হতে হাটহাজারী ,রাউজান ও চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজে ৪৩ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে এ সংগঠন।












