হাটহাজারীতে ৪ প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা

লাইসেন্স ছাড়া ব্যবসা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স ছাড়া খাবার উৎপাদন ও বিক্রির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ পাল বসুর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই’র পক্ষে উপস্থিত ছিলেন রাজীব দাশগুপ্ত, জিল্লুর রহমানসহ অন্যরা।

বিএসটিআই বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা করায় জিমি ফুডসকে ১৭ লাখ টাকা, লাইসেন্স ছাড়া খাবার পণ্য উৎপাদন, বিক্রিসহ অন্যান্য অপরাধে নিউ বিবাড়িয়াকে ৩ লাখ টাকা, মোড়কজাতকরণ আইনে স্বপ্ন কনজ্যুমার প্রোডাক্টসকে ১ লাখ টাকার পাশাপাশি ওখানকার আরও একটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএকাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরু ৪ অক্টোবর
পরবর্তী নিবন্ধএক ডেকচি বিরিয়ানি জব্দ করে এতিমাখানায় বিতরণ