হাটহাজারীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ২দিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্ধোধন করা হয়েছে।

গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী এ মেলায় তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে। এ সময় উপজেলা কৃষি অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা, সমাজসেবা অফিসার, প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকুমিরা-গুপ্তছড়া নৌ ঘাটে চাঁদাবাজি চলবে না
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে চবি প্রশাসন