হাটহাজারীতে ৪০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ৪০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আলাওল দীঘি এলাকা থেকে মাদক কারবারি শান্ত চাকমা প্রকাশ রাজুকে (২২) আটক করা হয়। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অক্ষয়মুনি কারবারি পাড়ার মঙ্গল রাজ চাকমার পুত্র।

অভিযান পরিচালনাকারী থানার উপপরিদর্শক সুমন চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলাওল দীঘির দক্ষিণ পূর্ব কোণে গত শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে শান্ত চাকমা (২২) প্রকাশ রাজু নামে এক মাদক কারবারিকে ৪০ লিটার চোলাই মদ সহ আটক করা হয়। এই ঘটনায় হাটহাজারী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে গতকাল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান সুমন চন্দ্র নাথ।

পূর্ববর্তী নিবন্ধরোটারেক্ট ক্লাব অব চিটাগং ডাউনটাউনের সভা
পরবর্তী নিবন্ধডা. ললিত কুমার দত্ত ছিলেন আলোকিত মানুষ