হাটহাজারীতে ২ যুবলীগ নেতা গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪১ অপরাহ্ণ

হাটহাজারীতে মো. মহিউদ্দিন (৩৬) ও মো.ফারুক (৩৮) নামের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে শিকারপুর ইউনিয়ন এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানার ওসির দিক নির্দেশনায় উপ-পরিদর্শক আলতাফ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শিকারপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ বাতুয়া এলাকার মৃত আবু তাহের মিয়ার পুত্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিনকে এবং একই ইউপির ৯নং ওয়াডস্থ পশ্চিম কুয়াইশের ওসমান আলী মেম্বার বাড়ির মাহবুব আলমের পুত্র ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো.ফারুককে উল্লেখিত এলাকা থেকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলাসহ একাধিক মামলা আছে বলেও জানা গেছে।

জানতে চাইলে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, তাদের বিরুদ্ধে নিদিষ্ট কতটি মামলা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার সকালের দিকে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইন্তেকাল করেছেন বীর মুক্তিযোদ্ধা সরোজ কান্তি রক্ষিত
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ট্যাংকে পানি ভর্তি ট্রাক উল্টে নারী নিহত