হাটহাজারীতে ২০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৪:৪৯ অপরাহ্ণ

হাটহাজারী থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২০ বছরের পলাতক আসামী আবুল কালাম চৌধুরীকে (৭০) আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার (৭ এপ্রিল) সাজা এড়াতে আবুল কালাম চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন একটি ভাড়া বাসায় আত্মগোপনে আছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আবুল কালাম চৌধুরী হাটহাজারী থানার চারিয়া কাজী পাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।

শনিবার (৮ এপ্রিল) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আবুল কালাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গুলিবর্ষণ ও কিরিচ দিয়ে কুপিয়ে আবুল কাশেম, আবুল বশর ও বাদশা নামক তিন ভাইকে হত্যার মামলায় আদালত আবুল কালামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। কিন্তু সাজা এড়াতে আবুল কালাম সারাদেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। সর্বশেষ আত্মগোপনে থাকা অবস্থায় নগরীর চান্দগাঁও থানাধীন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছি।

তিনি আরও বলেন, আটককৃত আসামী আবুল কালাম চৌধুরী ঘটনার পর পাহাড়ে ও পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করা এবং ট্রিপল মার্ডার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে মাটি কর্তন, ডাম্পট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, বিএনপির ইফতারের স্থান পরিবর্তন