হাটহাজারীতে ১ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বীজ সার বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গত বুধবার ১ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ সার ও ৮ শ জন কৃষকের মধ্যে নারকেল চারা বিতরন করা হয়। উপজেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তর খরিফ(আমন) মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়। প্রতি জন কৃষককে প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া এক জন কৃষককে ৫ টি করে নারকেল চারা বিতনণ করা হয়। উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. আল মামুন শিকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. মশিউজ্জামান৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাইনুদ্দদিন মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধখরমপাড়া থেকে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা জব্দ মাদক কারবারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মো. মোক্তাদীরের স্মরণসভা আজ